আমিরাতে হার দিয়ে শুরু বাংলাদেশ নারী দলের

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ। আমিরাতের ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে সাবিনাদের ছাড়া ৩১ গোলে হেরেছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। ম্যাচের ১৮ মিনিটেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২০ করে স্বাগতিকরা। বাংলাদেশ ৩৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। অধিনায়ক আফঈদা খন্দকার জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানারিপারা। উল্টো ৭৪ মিনিটে স্বাগতিকরা জয় আরও নিশ্চিত করে জর্জিয়ার দ্বিতীয় গোলে। ব্যবধান কমানোর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি হার এড়াতে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে। পরের ম্যাচে আগামী ২রা মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী এ জে চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধলিটল এঞ্জেলস গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা