আমিরাতে সাংস্কৃতিক সংগঠন ইউকেবের যাত্রা শুরু

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

প্রবাসে আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতিতে উৎসাহিত করতে আরব আমিরাতে ইউনিভার্সাল কালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউকেব) নামে একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে গত শনিবার রাতে শারজায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিদেশের মাটিতে নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি সম্পর্কে তেমন একটা জানে না। তাই বাংলার ইতিহাসঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে, বাংলার কৃষ্টি বিদেশের মাটিতে তুলে ধরতে এই সংগঠন।

সংগঠক আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেলিম রায়হান, সৈয়দ আরিফ, মামুন রেজা, শামস সুমন, মোবারক হোসেন, লুৎফুর রাসেল, এহসান, নাসির উদ্দিন কাউসার, মো. রাসেল, আবুল বাসার, রোমানা আক্তার চৌধুরী, জেরিন তামান্না, আয়েশা সিদ্দিকা, সামিয়া আলম, সাজিয়া শারমিন, নাজনীন রাসেল, জাকিয়া সুলতানা লাবনী, ইসরাত জাহান হুরা, তানিয়া শাহাজাদী নোভা, সাহিদা আফরিন সেজুতি, ফারহানা শর্মি, নিশাত জাহান চৌধুরী নিশু প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগে জামাল-মনির-এনাম নির্বাচিত
পরবর্তী নিবন্ধহাটহাজারী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত