আমিরাতে সড়ক দুর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আলআইন শহরে সড়ক দুর্ঘটনায় রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মোহাম্মদ মানু মিয়া (৩৩) নামের এক রেমিট্যান্স যোদ্ধা উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামের সালেহ আহমদের ছেলে। নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, মানু সেখানে একটি বেসরকারি কোম্পানীতে গাড়ি চালক হিসাবে চাকুরি করতেন। গত মঙ্গলবার (১ জুন) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। প্রবাসীদের সূত্রে জানা যায়, নিহতের মরদেহ বর্তমানে একটি হাসপাতালের মর্গে রয়েছে। সেই দেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে। জানা যায় তিনি ১ কন্যা সন্তানের জনক। এই প্রাবাসীর মৃত্যুতে এলাকাজুড়ে মাঝে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অগ্নিদুর্গত পরিবারের পাশে গিয়াস কাদের
পরবর্তী নিবন্ধআইআইইউসি’র আইন অনুষদের ডিন হলেন ড. মাইমুল আহসান খান