সংযুক্ত আরব আমিরাতে মানবকল্যাণমূলক কাজ, বিশেষ করে রক্তদান কর্মসূচি এবং প্রবাসীদের কারিগরি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ সম্মাননা অর্জন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কার্যকরী সংসদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে গত ২১ ডিসেম্বর আল আইনের বাংলাদেশ সমিতি অফিস প্রাঙ্গণে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র (সার্টিফিকেট) তুলে দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মুহাম্মদ উল্লাহ খান। এছাড়াও দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আল আইন বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কার্যকরী সংসদ, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কার্যকরী সংসদের মতো সংগঠনগুলো মানবসেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
কৃতী প্রবাসীদের সম্মাননা প্রদানের পাশাপাশি দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











