সংযুক্ত আরব আমিরাতে একটি গ্যারেজে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে হাটহাজারীর মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুয়াইশ ভরা পুকুর এলাকার বাদশা মিয়া ফোরম্যান বাড়ির মোহাম্মদ সিরাজ মিয়ার পুত্র।
জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশের আল তোবান এলাকায় গত বৃহস্পতিবার গ্যারেজে কাজ করার সময় বিস্ফোরণে আহত হন দেলোয়ার। গত ছয় দিন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি তার বড় ভাই ইকবাল হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শিকারপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দেলোয়ার ১৬ বছর ধরে আমিরাতে কর্মরত ছিলেন। গত ঈদুল ফিতরে ছুটি কাটিয়ে বাড়ি থেকে প্রবাসে ফিরেছেন। দেশে তার স্ত্রী ও ৯ মাস বয়সী এক শিশু কন্যা রয়েছে। স্বজনদের বরাত দিয়ে লোকমান হাকিম বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ঈদের ছুটির পর লাশ দেশে আনার প্রক্রিয়া করা হচ্ছে।










