গুণগত মান অক্ষুণ্ন রেখে সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে নগরীর আমিরবাগে সিপিডিএল জাফর’স মেমেন্টোর যাত্রা শুরু হয়েছে। গত শনিবার নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মালিক মরহুম জাফর আহমেদের পরিবার, সিপিডিএলের এমডি অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, সিপিডিএলের ডাইরেক্টর রেজাউল করিম, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলী, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল জাফর’স মেমেন্টোকে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ভূমি মালিকগণ তাদের বক্তব্যে সঠিক সময়ে গুণগত মান বজায় রেখে প্রকল্প হস্তান্তর করার ব্যাপারে সিপিডিএলের পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।