আমির ভাণ্ডারে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

আমির ভাণ্ডার দরবারে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী ও খতমে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিল ২১ সেপ্টেম্বর ৬ষ্ঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আলে রাসুল, আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী। মঞ্চে উপবিষ্ট ছিলেন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী। প্রধান আকর্ষণ আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী। আওলাদে আমির ভাণ্ডারীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ শামুন রশীদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ নুরুল হুদা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, শাহজাদা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, শাহজাদা সৈয়দ মোরশেদেজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মোস্তাকিম আমিরী, শাহজাদা সৈয়দ ইন্তেখাবুজ্জামান আমিরী, মুহাম্মদ সিয়াম আমিরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ আয়ুব বাবুল মেয়র, বোয়ালখালী পৌরসভা মেয়র মুহাম্মদ জহুরুল ইসলাম, সৈয়দ বাকের ফরহাদাবাদী, সৈয়দ সালাউদ্দিন মাহমুদ ফরহাদাবাদী, এম এ নাসির, মুহাম্মদ আব্দুল্লাহ রায়হান, মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। মিলাদ কিয়াম করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধকোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ