পটিয়া ঐতিহাসিক আমির ভাণ্ডার শরীফে হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ আমিরভাণ্ডারীর (ক.) ২৪ তম ওরশ শরীফ উপলক্ষে আনজুমান–এ– রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে ২ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে আমির ভাণ্ডার শরীফের বার্ষিক ওরশ পালিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি