আমির ভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফে অবস্থিত রাহে আমিরআলম বহরদারে তরিকতহযরত ক্বারী মাওলানা ফৌজুল আজিম শাহ আমিরীর (.) রওজা প্রাঙ্গনে জশনে ঈদমিলাদুন্নবী (.) মাহফিল ও ওরশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহ্‌সূফি সৈয়দ এয়ার মোহাম্মদ শাহ্‌ আমিরীর (.) ছদারতে অনুষ্ঠিত উক্ত মাহফিলে সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম দোভাষ, বাংলাদেশ তরিকত পরিষেদ (বিটিপি)’ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহ মিডু, ইউনানী (মেডিকেল) কলেজের প্রিন্সিপাল ডা. ওসমান ফারুক, রাহে ভান্ডার সিলসিলার খলিফা ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদ শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু, সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ প্রমুখ। এতে প্রধান আলোচক হিসাবে ইসলাম ধর্মে সুফিদরবেশগণের ভূমিকা তুলে ধরে নূরানী তকরীর পেশ করেন প্রখ্যাত ইসলামি বক্তা ড. শাইখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আলআযহারী (.)। আলেমে তরিকতগণের মধ্য হতে আরও তকরির করেন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ আশেকুর বারী (.), মুফতি সৈয়দ মাহবুব আলম নুরী আল কাদেরী (.), হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আবেদ শাহ্‌ চিশতী (.)। এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্‌ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে তরিকতহযরত মাওলানা শাহ্‌ সূফি সৈয়দ ফোরকানুল হক শাহ্‌ আমিরী (.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটা পূজা উদযাপন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধজামে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন