আমি সিরিয়া ছেড়ে পালাতে চাইনি : প্রথম বিবৃতিতে আসাদ

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

বিদ্রোহীদের অভিযানের মুখে ৮ দিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের পতনের পর সাবেক প্রেসিডেন্ট বাশার আলআসাদ প্রথম বিবৃতি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আসাদ বলেছেন, তিনি কখনও সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যেতে চাননি। খবর বিডিনিউজের।

সোমবার সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে বিবৃতি পোস্ট করা হয়। আসাদের কাছ থেকেই বিবৃতিটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখন কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয়। তাছাড়া, বিবৃতি আসাদই লিখেছেন কিনা স্পষ্ট নয় সেটিও। বিবৃতিতে বলা হয়, সিরিয়া থেকে আমার প্রস্থান পরিকল্পিত ছিল না। আবার কেউ কেউ যেমনটি দাবি করছেন যে, লড়াইয়ের শেষ মুহূর্তে এটি ঘটেছে, তেমনও কিছু হয়নি। বরং আমি ওই সময়ে দামেস্কেই ছিলাম। আমার কাজ করে গেছি গত ৮ ডিসেম্বর রোববার শেষ মুহূর্ত পর্যন্ত।বিবৃতিতে আরও বলা হয়, ৮ ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হেইমিমে রাশিয়ার বিমানঘাঁটিতে গিয়েছিলেন যুদ্ধ প্রস্তুতি দেখতে। সে সময় ঘাঁটিতে হামলা হওয়ার পর রাশিয়া তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানায়।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার এক গণকবরেই এক লাখ মরদেহের সন্ধান
পরবর্তী নিবন্ধবোমা হামলায় রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের