ওগো পথকন্যা
তুমি এবার বিছানো কাঁটা তুলে নাও
তুমি কি দেখছ না
ওখানে ঐ ওখানে
শত হাজার বছর ধরে
প্রদীপ হাতে দাঁড়িয়ে
আমি যাব
তুমি এবার তোমার পথের কাঁটা তুলে নাও
ওরা ডাকছে
তুমি কি দেখছ না
পাপড়িগুলো কেমন পথ সাজিয়েছে!
আমি যাব
রূপোলী রোদ্দুর রোজ খেলা করে আমার দু’চোখে
আমি যাব আর
পথের প্রতিটা কাঁটা এক এক করে তুলে নিয়ে
আমি যাব!