-তোমার কপালের সূর্যোদয়ে ঘুম ভাঙে আমার
ঢেউ খেলানো অরণ্য গায় পাখির মতো
-ভুল দেখেছো, ঐ লাল রঙ সূর্যের নয়
আনুগত্যহীনতার দায়ে চাবুকের ক্ষত।
-তোমার চোখের কোলে ঘুঘুর সংসার
দুপুরের নির্জনতায় আমাকে ডাকে
-কারো সংসার নেই, আছে নৈঃশব্দের আধার
কালো মেঘেরা যেখানে জল লুকিয়ে রাখে।
-তোমার কপোলের মসৃণতায় ভেসে ভেসে
রুবাই লিখেছে প্রাচীন এক কবি
-হায় কালশিটে পাঁচটি দাগে
জমাট বেঁধেছে এ জন্মের অপমান সবই।
-তোমার গ্রীবার তলদেশে বাঁধা আছে
ছিপছিপে একখানি ডিঙি নৌকা
-সযতনে আমি তুলেছি এখানে
ধুতুরা ফুল থোকা থোকা।
-তোমার বুকের লাল পলাশে
জেগে থাকে আলিঙ্গনের তৃষা
-ছেঁড়া পলাশের পাপড়িতে আছে
যতো নপুংসক বৈধতার নেশা।
-তোমার উরুসন্ধির জলাবনে বাজে
নিশুতি রাতের ধ্রুপদী গান
-আমি কেবল দেখেছি সেখানে
অবিশ্বাসের বৃক্ষতলে নিমগ্ন ধ্যান।
আমি যা দেখি, তুমি কি তা দেখো?