বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আগে ‘কিংস পার্টি’ নামে পরিচিতি পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন–বিএনএমের সঙ্গে তার নিজের এবং ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার যে খবর পত্রিকায় এসেছে, তা সঠিক নয়। গতকাল মঙ্গলবার দুপুরে বনানীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ দাবি করেন।
তিনি বলেন, আমি আগেও বলেছি, কেন আমি বিএনএমে যোগদান করি নাই, কেন আমি বিএনপি ছাড়ি নাই। এতদিন পর আবার এই সংবাদ। এটা তো গোপন কোনো কিছু না। আমাকে অ্যাপ্রোচ করেছেন তারা (বিএনএম)। আমি প্রস্তাব গ্রহণ করি নাই, বিএনপিতে রয়েছি। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগের টিকেটে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাগুরা–১ আসনের এমপি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নির্বাচনের কিছুদিন আগে সাকিব ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া নতুন দল বিএনএমে যোগ দিয়েছিলেন বলে খবর এসেছে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে। বিএনপির দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণার মধ্যে সাবেক মন্ত্রী হাফিজকে নিয়েও গুঞ্জন তৈরি হয়েছিল।
সোমবার দৈনিক সমকালে একটি ছবি প্রকাশ করে বলা হয়, বিএনএমের ফরম পূরণ করে সাকিব তুলে দেন হাফিজের হাতে। এ বিষয়ে কথা বলতে ফোন করলেও সাকিব ধরেননি বলে সমকালের ভাষ্য।
সাকিব এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও গতকাল সংবাদ সম্মেলন ডাকেন হাফিজ। তিনি বলেন, সাকিব আল হাসান দেশের গৌরব, বিশ্বের সেরা অল রাউন্ডার। কোনোদিন রাজনীতি করে নাই। তিনি রাজনীতি করতেই পারেন। সাবেক ক্রীড়াবিদ হিসেবে আমার কাছে এসেছিলেন, আমি তাকে কোনো উৎসাহ দিইনি। আমি যোগদান না করায় তিনিও তার পথ বেছে নিয়েছেন। যেখান থেকে সহজে জেতা যাবে, সেই নির্বাচনে কোনো প্রতিপক্ষ থাকবে না, সম্পূর্ণ পাতানো এই নির্বাচনে তিনি এমপি হয়েছেন, এটি তার বিষয়। এ নিয়ে যে কাল্পনিক সংবাদ প্রকাশিত হয়েছে এটা সঠিক নয়। তিনি বলছেন, সাকিবের সঙ্গে সেই সাক্ষাতের এতদিন পরে দুটি পত্রিকা মিথ্যা প্রচার করেছে এবং তাতে তিনি মর্মাহত।