আমি তাকে খুব পছন্দ করি সৌদি যুবরাজের প্রশংসায় ট্রাম্প

| বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

চার বছর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ পাওয়াও কঠিন হয়ে পড়েছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য। সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজের নাম আসার পর সৌদি আরবকে একঘরে করে ফেলার হুমকি দিয়েছিলেন বাইডেন। কিন্তু মঙ্গলবার রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে সেই যুবরাজ মোহাম্মদকেই প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম বড় বিদেশ সফরে সৌদি আরবে রয়েছেন। সৌদি যুবরাজকে ‘অসাধারণ মানুষ’ এবং ‘চমৎকার ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ একবারও তিনি তোলেননি। খবর বিডিনিউজের।

ট্রাম্প বলেন, আমি তাকে খুব পছন্দ করি, হয়তো খুব বেশিই পছন্দ করি। তার এ কথার সময় ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে, শ্রোতারা করতালিতে ফেটে পড়েন। সালমানের সঙ্গে ট্রাম্পের এমন সৌহার্দপূর্ণ সম্পর্ক তার প্রথম মেয়াদের কথাই মনে করিয়ে দেয়, যখন পারস্পরিক প্রশংসা ও চুক্তির ভিত্তিতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেছিল। রয়টার্স লিখেছে, এই সম্পর্ক এখনও অভিন্ন স্বার্থের ভিত্তিতেই গড়া। ট্রাম্প চাইছেন বড় অর্থনৈতিক চুক্তি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ফিরিয়ে আনতে। অন্যদিকে সালমান চাইছেন আধুনিক প্রযুক্তি, সামরিক সহায়তা। সৌদি আরবকে আধুনিক ও আঞ্চলিক নেতৃত্বে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে শক্তিশালী মিত্র হিসেবে পাশে পেতে চাইছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের
পরবর্তী নিবন্ধসিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা