(৩২,২১৯)
আমি খুবই দুষ্টু প্রাণী
শুনি না কোনো মানা,
শাসন-বারণ সব ছাপিয়ে
ছাড়িয়ে সীমানা।
মনটা আমার বড়ই নরম
সবার সাথে মিশি,
ঘরটাকে যে মাতিয়ে রাখি
দুষ্টুমিটাও বেশি।
মা যে আমার শুধুই ভাবে
ছেলেটার কী হবে,
দুষ্টুমিটা বাদ দিয়ে কখন
জ্ঞানের আলো জ্বালাবে।
দুষ্টুমিতে থাকত যদি
কোনোরকম ডিগ্রি,
মাকে আমি দেখিয়ে দিতাম
করে পিএইচডি।