‘আমার সোনার টুকরা ছেলেটা আর ফিরে আসেনি’

মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর। গত মঙ্গলবার রাতে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ছরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে চাকরির জন্য কিছু কাগজপত্র দিতে যাওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় শাহেদের। নিহত শাহেদ উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। উপজেলার সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে শাহেদ। দুর্ঘটনার সময় শাহেদের সঙ্গে মোটরসাইকেলে তার আরও তিন বন্ধু ছিল। তারাও দুর্ঘটনায় আহত হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা এবং সবাই এসএসসির ফলপ্রার্থী।

মাত্র চার দিন আগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পরিবারে অভাবঅনটন, তাই একটি চাকরির সন্ধান করছিল। স্থানীয় একটি কারখানায় চাকরির ব্যাপারে সহযোগিতা করবেন জানিয়ে শাহেদের কাছে তার শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিলেন পরিচিত এক ব্যক্তি। একটি মোটরসাইকেলে করে তাঁকে এসব কাগজপত্র জমা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শাহেদের। নিহত শাহেদের মা স্বপ্না বেগম বলেন, আমার ছেলে খুব মেধাবী ছিল। সংসারে অভাব দেখে এসএসসি পরীক্ষার পর অবসর সময় একটা চাকরি করতে চেয়েছিল। সে যে গেল, আমার সোনার টুকরা ছেলেটা আর ফিরে আসেনি। ট্রাক ওর মাথা থেঁতলে দিয়েছে। সাহেদের সহপাঠী আরাফাত জানায়, রাত ১টায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে অংশীজনের সাথে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ