মা–বাবার কতো শত আশা। ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরি করবে। দূর করবে সংসারের অভাব–অনটন। গতকাল প্রকাশিত হয়েছে ছেলের এসএসসি পরীক্ষার রেজাল্ট। পাস করেছে ছেলে। কিন্তু গোলাম মাহম্মুদের ঘরে চলছে শোক। ছেলে শিশিরের ফলাফলের কথা শুনতেই হাউ–মাউ করে কেঁদে ওঠেন তিনি। বলেন, আমার শিশির তো নাই, এ ফলাফল দিয়ে এখন আমি কী করব?
জানা যায়, গত ১০ জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বোয়ালখালী গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া জাওয়াদ মো. শিশির (১৬)। ১৪ জুলাই ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ বলেন, প্রকাশিত এসএসসির ফলাফলে নিহত জাওয়াদ মো. শিশির ব্যবসায় বিভাগ থেকে ২.৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।