প্রেম, প্রেম থেকে বিয়ে। তিন বছর ধরে নয়ন (২৬) আর সানজিদা তাসলিমার সংসার ভালভাবেই চলছিল। কিন্তু হঠাৎ দুজনের ভালবাসায় ছন্দপতন। অভিমানে স্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে আত্মহত্যা করলেন নয়ন। গতকাল শনিবার সকাল ১০টায় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলিখীল গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নয়নের লাশ। সেখানে পাওয়া যায় স্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠি।
তাতে লেখা ছিল : ‘আমার জানকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমাকে দেখতে আসবে না, এটা আমার কথা। আমি অনেক ভালোবাসি, তোমাকে সানজিদা। আমার জান। আমার লাশের পাশে আমার বউ যেন না আসে, আমার মরা মুখ দেখতে না পারে। এই ইচ্ছেটা পূরণ করবেন। আমার জন্য কাউকে দায়ী করবেন না। ও সুখে থাক। আমিও অনেক সুখে আছি। বিদায়..’।
স্থানীয়রা জানান, মা-বাবাকে না জানিয়ে সানজিদাকে বিয়ে করেছিলেন নয়ন। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে যেতেন। তিন দিন আগে স্ত্রীর সাথে নয়নের ঝগড়া হয়। এরপর নয়ন নিজের বাড়িতে চলে যান।
গত ১২ মার্চ রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা দেখেন, বাড়ি থেকে দূরে একটি গাছে ঝুলছে নয়নের ঝুলন্ত দেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কারো অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৮ বছর আগে এক অটোচালকের সঙ্গে বিয়ে হয় সানজিদার। পরে বিচ্ছেদ হয়। এরপর সম্পর্ক গড়ে ওঠে নয়নের সাথে। তিন বছরের সংসারে তারা
নিঃসন্তান ছিলেন।