‘আমার যত গান’-এ চন্দন সিনহা

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বিটিভির বিশেষ একক সংগীতানুষ্ঠান ‘আমার যত গান’-এর এবারের শিল্পী চন্দন সিনহা। গত সোমবার রাত ১০টা ২০ মিনিটে প্রচারিতব্য এই পর্বে শিল্পী চন্দন সিনহা গেয়ে শোনাবেন নিজের গাওয়া আটটি মৌলিক গান। গানগুলো হলো- তোমাকে চাই এ বসন্তে, যদি ফুলের মতো জীবন ঝরে যায়, তোমাকে যে কথা আমি বলতে চাই, তুমি বিশ্বাস করো না করো, তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা, ঠিকানাবিহীন তোমাকে খুঁজব কোথায়, তুমি আমি চলো না এবং আমি নিঃস্ব হয়ে যাবো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডোজ ১১-তে সরাসরি চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
পরবর্তী নিবন্ধসাদ-বাঁধনরা প্যারিসে