আমার ভালোবাসা, আমার বৃষ্টিপ্রীতি

পান্না আহমেদ | শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

মানুষ পরিবর্তনশীল! সময়তে তার রুচি পছন্দ পাল্টায়, যেমন পাল্টেছে আমার! আমি ছিলাম বর্ষা পাগল! বৃষ্টি এলেই দৌড়ে বাইরের বাগানে চলে যাওয়া আর টেনে নিয়ে এসে চুল মুছতে মুছতে মায়ের বকুনি খাওয়া আমি! বাসার পাশের নিজস্ব ছোট পানি নিষ্কাশনের ড্রেনে অংক খাতা ছিঁড়ে নৌকা বানিয়ে ভাসাতে ভাসাতে একদিন আচানক ড্রেন বন্ধ! পানি উপচে পড়ে চলে এলো মায়ের শখের বাগানে! হইহই করে সবাই ঝাঁপিয়ে পড়লো রহস্য উদঘাটনে! সপ্তম শ্রেণীর মেয়েটি সেইদিন লম্বা সময় ধরে এই ড্রেন পরিষ্কারে রত ছিলো! এটাই ছিলো মায়ের দেওয়া শাস্তি যে তুমি বন্ধ করেছো, তুমিই খোল!

কতোদিন যে বৃষ্টিতে ভিজে কলেজ থেকে বন্ধুর বাড়ি চলে যেতাম ভয়ে কারণ ভেজা দেখলেই মা ঝাঁপিয়ে পড়বে! আমি আবার অল্পেই ঠান্ডা লাগাই! আমাকে সুস্থ রাখার দায়িত্ব তো মায়ের একার! হাহাহা!

ইউনিভার্সিটির দিনগুলো ছিলো মজার অসাধারণ আনন্দ বর্ষা! চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের বর্ষা আর টানা বর্ষণমুখর দিন আমায় মনে করিয়ে দিতো সাতকাহন উপন্যাসের সেই জলপাইগুড়ির পাহাড়ী মাঠের পরে একসার ভিজলে থাকা সবুজ প্রান্তর আর গাছগাছালি! তো আমি তো সারাক্ষণ অকারণ ভিজতামই আবার মাঝেমাঝে যখন অবিরাম (কুত্তাবিলাই ) বরিষণ শুরু হতো আমি দিনমান জানালায় বসে সেই জল পড়ে পাতা নড়ের কার্যকলাপ দেখতাম, নাওয়া খাওয়া ভুলে গিয়ে! লম্বা একটা বর্ষা প্রীতির পর তখন চাকুরীরত! আর রিকশাই একমাত্র বাহন! কাজের যাবার নানান ঝক্কিতে বর্ষাপ্রীতি হাওয়া হবার উপক্রমের সময়ে একভাই বললো যে আমাদের নানান রকমের বর্ষা, এরমধ্যে একটা হলো কেরানী মারা বর্ষা! হাহাহা!এটা মাথায় রেখেই বর্ষাকে ভালোবেসো! এরপরও বর্ষা ভালোবাসি! ছুটির দিনের বর্ষায় মুড়িমাখা চা আর খিচুড়ির আয়োজন খুব উপভোগ করি! আর এখন বর্ষাতো এনজয় করিই, ফাঁকেফাঁকে একটু রোদ বা স্বাভাবিক দিনের অপেক্ষায় থাকি! ছেলেবেলায় একটা প্রবাদ পড়েছিলাম England is always foggy and rainy. সেটাকে মাথায় রেখে ঝুম বরষা দেখি জানালায় বসে কিংবা বর্ষাতি মাথায় পথে যেতে যেতে! নানান ভাবে প্রমাণিত আমি বর্ষার ক্ষেত্রে বড়ই বেহায়া! কী আর করা! তবুও একটা রৌদ্রোজ্জ্বল দিনের অপেক্ষায় থাকি! ইউরোপবাসীদের মতো আমার সবসময় ছাতা নিয়ে ঘুরতে আরাম হয়না !

পূর্ববর্তী নিবন্ধমা আসছে
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্য সংকট নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের নীরবতা কেন