২০১৯ বিশ্বকাপ ও চলতি বিশ্বকাপের পরিসংখ্যান তুলে ধরলে আকাশ–পাতাল পার্থক্য দেখা যাবে সাকিব আল হাসানের ব্যাটিংয়ে। গত আসরে ৬০৬ রান করা এই অলরাউন্ডার এবারের আসরে ছয় ম্যাচ খেলে করেছে কেবল ১০৪ রান। ফিফটি ছুঁতে পারেননি একটি ম্যাচেও। গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারের ম্যাচে কিছুটা ছন্দে দেখা গিয়েছিল তাকে। কিন্তু ভালো শুরু পেয়েও লম্বা করতে পারেননি ইনিংস। ছয় নম্বরে ব্যাট করে ৪৩ রানে ফিরতে হয় তাকে। পাকিস্তানের কাছে হারের পর সাকিব জানান, তার ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে দলের। তিনি বলেন, ‘আমাদের এটা নিয়ে ভাবতে হবে। উপরের চার ব্যাটারের কাছ থেকে আমরা খুব একটা রান পাচ্ছি না। আমি শীর্ষ চারে ব্যাটিং করছিলাম। কিন্তু রান করছিলাম না। আমার আত্মবিশ্বাসও তলানিতে ছিল। সৌভাগ্যবশত এই ম্যাচে রান পেয়েছি কিছুটা, এখন ভালো লাগছে।’ টাইগার অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে খুব বেশি পরিবর্তন আনাটা কঠিন। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একসঙ্গে পারফর্ম করতে হবে। আমাদের সম্মিলিত পারফরম্যান্স দরকার, যা হচ্ছে। দুই ম্যাচ আছে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমরা যেখানেই যাই দর্শকরা আমাদের সমর্থন করে আসছে। বিপরীতে আমাদের কিছু দিতে হবে, যাতে করে তাদের যেন মুখে হাসি ফোটে।’