আমার নির্বাচনী এলাকায় সন্ত্রাসী থাকবে না : এরশাদ উল্লাহ

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ নির্বাচনী এলাকায় এরশাদ উল্লাহ ধানের শীষ প্রতীক পেয়ে প্রথমে মোহরা ৫ নং ওয়ার্ডে মাওলানা নুর আহমদ আল কাদেরীর (.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করেন।এ সময় মোহরা কাদেরীয়া নুরীয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ আতিকী, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মুসলিম উম্মাহর জন্য মুনাজাত করেন।

জিয়ারত শেষে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদ কাদেরী, সাবেক কাউন্সিলার নাজিম উদ্দীন আহমেদ, মোহাম্মদ আজম, জানে আলম জিকু, রেজাউল করিম খোকন, ইকবাল চৌধুরী, মাহাবুব আলম, মুজিবুর রহমান প্রমুখ।

এরশাদ উল্লাহ বলেন, আমার নির্বাচনী এলাকায় সন্ত্রাসী থাকবে না। তিনি বোয়ালখালীবাসীর দাবি কালুরঘাট সেতুর জন্য অগ্রাধিকার,শিক্ষা,স্বাস্থ্য, কৃষিখাতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকসই উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন