ভাই বোনদের মাঝে আমার দিদি সবার বড়
ছোট্ট থেকেই জানি দিদি ভালো ভীষণতরো।
আমার কষ্ট ব্যথায় দিদির আসতো চোখে জল
এই না দিদিই আমার সকল পরম সাহস বল।
সকল সময় দিদির সাথে, দিদির ছায়া সাথী
ঘনিয়ে আসা আঁধার পথে দিদি আলোর বাতি।
থাকলে ঘরে আমায় ছাড়া না খেতো না ভুলে
নিজে তো না খেয়ে আমার পাতেই দিতো তুলে।
আমার জন্য খেয়াল দিদির যত্নে ছিল তোলা
দিদির আদর মায়ার কথা যায় না তো রে ভোলা।
দিদি আমার সামনে পিছের দিদি ডান ও বাম
দিদি প্রাণের বোনটি আমার মায়ের আরেক নাম।
দিদি এখন শ্বশুর বাড়ি বাজায় সুখের বীণ
ভালোবাসার পাখিগুলোর সঙ্গে যাপন দিন।
রাখুন নিজের ছায়াতলে প্রার্থনা হে বিধি–
সুরক্ষিত রাখুন যাতে সুস্থ থাকেন দিদি।