আমার তুলি

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের শিল্পী আমি চতুর আমার তুলি

তুলির ছোঁয়ায় ফোটে আমার প্রীতির ছবিগুলি।

তুলির টানে কলকলিয়ে ঝর্ণা নদী ছোটে

রঙিন আলো ছড়িয়ে রবি পূবাকাশে ওঠে।

তুলির টানে পাল তুলে নাও ছোটে হাওয়ার তালে

গরুর পাল নিয়ে রাখাল ফেরে সাঁঝের কালে।

আমার তুলি বট জারুলের শীতল ছায়া আঁকে

শুভ্র কাশের বনকে আঁকে নদীর বাঁকে বাঁকে।

আঁকে মায়া কুটির চালে কুমড়ো লাউয়ের ডগা

আঁকে জলাশয়ের ধারে সফেদ ধ্যানী বগা।

আমার তুলি রঙের ভাষায় বলে দেশের কথা

রঙের পরশ বুলিয়ে মনের ভাঙে নীরবতা।

পূর্ববর্তী নিবন্ধতুই ফিরলে
পরবর্তী নিবন্ধশরতের কবিতা