আমার গান কম হয়েছে, কিন্তু স্বকীয়তা নষ্ট হয়নি : তপন চৌধুরী

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

শুরুতে ব্যান্ড, পরবর্তীতে একক কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তপন চৌধুরী। আশি ও নব্বই দশকে তার খ্যাতি ছিল প্রথম সারিতে। উপহার দিয়েছেন কালজয়ী বহু গান। তবে সমসাময়িক অনেকের তুলনায় তার গানের সংখ্যা কমই বটে। এর পেছনে কারণও রয়েছে। তপন চৌধুরীর মতে, তিনি কখনও বাজে গান করেননি। বুঝেশুনে ভালো মানের গান করেছেন। আর এটাই তার স্বকীয়তা। তার ভাষ্য, আমার গানের সংখ্যা কম হয়েছে। কিন্তু আমার অস্তিত্ব, স্বকীয়তা তো নষ্ট হয়নি। শনিবার সন্ধ্যায় অংশ নিয়েছিলেন একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে। ‘কিছুটা সময়’ শিরোনামের সেই গান গেয়েছেন তপন চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথি। তপন চৌধুরী বলেন, এখানে গান এখন শুনতে চায় না কেউ। গানের সঙ্গে নাচার জন্য নিয়ে যায় শিল্পীকে। এটা তো আমাদের গান না। আমরা গেলে আমাদের বলেন একটা গরম গান করেন।

গরম গান কী ভাই? রিদমিক গান হতে পারে, স্লো গান হতে পারে, স্যাড রোম্যান্টিক গান হতে পারে। গরম গান আবার কী? আশির দশকে আমরা বুয়েট, ঢাকা মেডিকেলের অনুষ্ঠানে গান করতাম। ওই গ্যালারি কিন্তু খুব ছোট। চারপাঁচ ঘণ্টা গান করতাম। শো শেষে দেখতাম, আসনগুলো সব ঘামে ভেজা। কারণ এসি ছিল না। গরম সহ্য করেও মানুষ গান শুনতো। ভালো গান শুনতো। এর চেয়ে বড় পাওয়া আর কী?

পূর্ববর্তী নিবন্ধএখনো ভাল করার সুযোগ দেখছেন সাকিব
পরবর্তী নিবন্ধবিটিভির জন্য বঙ্গবন্ধু টানেলের থিম সঙ্গীত