নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল অভিনেতা নূর ইমরান মিঠুর; পরবর্তীতে নির্মাণে মনোনিবেশ করেছেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’ প্রশংসিত হয়েছে দর্শকমহলে; এবার করোনাভাইরাস মহামারীর এই সময়ের গল্পে নির্মাণ করছেন দ্বিতীয় চলচ্চিত্র ‘পাতালঘর’। খবর বিডিনিউজের।
ছবিটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। মহামারীকালে একজন মা ও মেয়ের গল্পে নির্মিতব্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, রওনক হাসান, অর্ষা, নুসরাত ফারিয়া, দিপান্বিতা, মৌটুসীসহ একঝাঁক তারকাশিল্পী।
নূর ইমরান মিঠু জানালেন, মহামারীর মধ্যেই রাজবাড়ির পাংশা এলাকায় ছবির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; এখন সম্পাদনার কর্মযজ্ঞ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলচ্চিত্রে এই সময়টাকে ধরার চেষ্টা করেছি। একটি বাড়ির বিচিত্র সব চরিত্র নিয়েই ছবিটি নির্মাণ করেছি। আমি আমার গল্পটা বলতে চাই।’ তিনি বলেন, ‘আমি চারপাশের মানুষ যেমনটা দেখি তেমন গল্পই ভাবি, অভিজ্ঞতার বাইরে আমি গল্প বলি না। সবই আমার অভিজ্ঞতার অংশ। এই সময়ের গল্পটা তুলে আনতে চেয়েছি। প্রডিউসার সহযোগিতা করেছেন। অভিনয়শিল্পীরা খুব ভালো ছিলেন। আমি যে রকম ছবি বানাতে চাই সেই পথেই আছি। আমার ছবির চেহারাটা হবে আমার গ্রাম, আমার শহর, আমার মানুষজনদের মতো। অন্য কোনও ছবির মতো অন্য কোনও দেশের মানুষের ছবির মতো না। মনে হবে, একান্তই আমারই।’ প্রচলিত ধারার চলচ্চিত্রের বাইরে নিজস্ব ঢঙে চলচ্চিত্র নির্মাণে ঝুঁকির বিষয়টিও তুলে আনলেন ‘কমলা রকেট’ নির্মাতা। বললেন, ‘এটা এক ধরনের ঝুঁকি।
প্রচলিত ধারায় যে ছবি হয় তার বাইরে গিয়ে নতুন কিছুর প্রতি দর্শকদের এক্সপেকটেশন কম থাকে। আমি কম টাকায় ছবি বানায়। নকল ছবি বানিয়ে অনেক লোক দেখার থেকে নিজের মতো করে বানিয়ে টাকাটা উঠে এলেই ভালো।’