চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আমাদের মেয়ে লাঞ্ছিত হয়েছে, আমরা এ বিষয়ে কাউকে ছাড় দেব না। দোষীদের শনাক্তের কাজ চলছে। কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই মহূর্তে কিছু বলা যাচ্ছে না। আগামী রবিবার বলা যাবে। শাস্তি হয়ে যাবে। প্রকৃত অপরাধী যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের এ সব কথা বলেন উপাচার্য।
ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের বিষয়ে উপাচার্য বলেন, এটা নিয়ে শিক্ষার্থীরা এতো আন্দোলন কেন করছে জানি না। অথচ এখনো এই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রভোস্ট কমিটির মিটিংয়ে আলাপ হয়েছে শুধু। তবুও শিক্ষার্থীরা আমাদের সন্তান, তাদের দাবিগুলো চার কর্মদিবসের মধ্যে সমাধান করা হবে।
এ দিকে ছাত্রী হেনস্তার ঘটনার বিচার দাবি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগে বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্রীরা। এ সময় চার দফা দাবি মেনে নেওয়ার শর্তে আন্দোলন থেকে সরে আসেন তারা।