তপ্ত খরায় ঠান্ডা মাঠা নাইল্লা পাতার শাক
বোরো ধানের গন্ধ লাগে এলোরে বৈশাখ
মুড়কি মুড়ি মিষ্টি গজা সঙ্গে আখের গুড়
মেঠো পথে চরকি বাজে গরুর গাড়ির সুর।
আমের কড়ির নেইকো জুরি দা লবণে ফলে
সন্ধ্যা বেলা ক্লান্তি লোকাই ডুইবা পুকুর জলে
ধানের উঠুন পূর্ণতা পায় রূপ কৃষাণীর পায়ে
খলুই ভরে ধান টানিয়া বাতাস লাগায় গায়ে।
চাষা চষি ব্যাস্ত হয়ে ঘুরছে হাওর জুড়ে
মাড়াই কলে ধানের থোকা খড়গুলো যায় উড়ে
ঝড় তোফানে নেই কোন ভয় আমগো গায়ের চাষা
ধান ফলাইয়া জীবন কাটাই একটু সুখের আশা।