ফুল পাখি আর আলো ছায়ায়
জুড়িয়ে যায় প্রাণ
কী অপরূপ এ দেশ আমার
ভালোবাসার দান।
ধন ধান্যে রূপের বাহার
আছে আমার দেশে
এ দেশ আমার মাটির ঘ্রাণে
মনে শান্তি আসে।
বিলে ঝিলে শাপলা ফোটে
পাখিরা গায় গান
আমার দেশের রূপের মায়ায়
জুড়ায় মন ও প্রাণ।
জারি, সারি, ভাটিয়ারি
একতারাতে গায়
বাউল সুরের মূর্ছনাতে
মন আনন্দ পায়।
এ দেশেতে জন্ম আমার
হয়েছি তাই ধন্য
রক্ত দিয়ে কেনা এ দেশ
রূপেতে অনন্য।