আমাদের দেশ

রত্না বনিক | বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

 

 

আমাদের এ দেশটা খুব সুন্দর

নদীনালা, গাছপালা বেশ মনোহর।

অবারিত মাঠ জুড়ে সুকোমল ঘাস

শিশিরের কণা তাতে করছে বিলাস।

সোনা ঝরা রোদ্দুর সকালের মায়া

গোধূলিতে দেখা যায় আবিরের ছায়া।

ফুল, ফল, ফসলের দারুন সুবাস

আছে পাখপাখালীর মুক্ত আবাস।

ক্ষণে ক্ষণে প্রজাপতি মেলে দেয় পাখা

ছোট্ট শরীরে তার শত রঙ মাখা।

নীল নীল আকাশের গায়ে মেঘ ভাসে

আমাদের এই দেশ সারাক্ষণ হাসে।

পূর্ববর্তী নিবন্ধমধুমাস
পরবর্তী নিবন্ধবৃষ্টি পড়ার গান