কথাদের কথা বলতে দাও!
কখনো বর্ণ হয়ে, কখনো শব্দ হয়ে ,
কখনো বা ছবি হয়ে প্রচ্ছদপটে ভাবনার ঢেউয়ে।
ওরা উড়ুক মনের আকাশে
ওরা ভাসুক মেঘের ভেলায় ইচ্ছেমত,
কথারা মিশে যাক ভালোবাসার রঙধনুর মত
রক্ত কণিকা হয়ে শরীরের ইথারে বিথারে।
তোমরা শুধু বলতে দাও ওদের,
মুক্ত বিহঙ্গ হয়ে কথারা ডানা মেলুক
তুমি আমি অপলক তাকিয়ে রব
‘আমরা’ হয়ে স্পর্শ ছুঁয়ে প্রতিশ্রুতির ছুঁতোয়।
আমাদের কথারা কথা বলুক,
হৃদয়ের ঘূর্ণনে ওরা ঘুরে বেড়াক ।
কান্না কে কখনো আটকে রেখো না,
দুচোখের অশ্রুকে বইতে দাও অঝোর ধারায়,
এ যেন কষ্টের লবণাক্ত ঝরণাধারা —
সাগরকে যা হার মানিয়ে যায়।
বুকচেরা কষ্টের অশ্রুর সাথে সাগরের কষ্টের
তুলনা চলে না কখনো কোনোদিন।
মাঝে মাঝে অশ্রু বিসর্জনে ও পাথর হৃদয়
মুক্তি পায় সময়ের সাথে জীবনের কাছে
সমর্পণের অভূতপূর্ব আনন্দে।
অতএব আমাদের কথাগুলো প্রকাশিত হতে দাও
যদিও বা হয় তারা দুঃখের আকর অথবা
সুখের বাসর,
চেপে রাখা কষ্টগুলো এক ফুৎকারে
এভাবেই উড়াতে পারো যদি চাও।