আমাদের আলোকিত সমাজ গুণীজনের সংবর্ধনা অনুষ্ঠান

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

বদলে যাও, বদলে দাও, আলোকিত মানুষ হও’স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা, গুণীজনের সংবর্ধনা এবং ইফতার সামগ্রী ও সেলাই মিশিন বিতরণ শনিবার নাঙ্গলকোট উপজেলা পরিশোধ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমাদের আলোকিত সমাজ, নাঙ্গলকোট উপজেলা শাখা সভাপতি প্যানেল মেয়র মোঃ সাদেক হোসেন খোকার সভাপতিত্বে ও আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ডা: একেএম মারুফ হোসেন এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমাদের আলোকিত সমাজ উপদেষ্টা কলামিস্ট গবেষক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক, বিশেষ আলোচক ছিলেন আমাদের আলোকিত সমাজ চেয়ারম্যান মোঃ এ.আর কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আমাদের আলোকিত সমাজ অনারেবল মেম্বার কাউন্সিলর শাহ্‌ মোঃ খোরশেদ আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, সাংবাদিক আব্দুর রহিম বাবলু, মাওলানা ইউসুফ আলী, আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন হিমেল, জাহিদুল ইসলাম মিঠু, বদিউল আলম রাজু, পলি মেম্বার, আব্দুল মান্নান, আব্দুর রহমান পলাশ, রত্না, আব্দুল কাহ্‌হার সিদ্দিকী, ইঞ্জি. জসিম উদ্দিন, আব্দুর রহিম, শাহ পরান মিয়াজি, মামুন মজুমদার, পরান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের নারী দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা