আমাদের আছে জুলাইয়ে জেগে ওঠা জনগণের সমর্থন : আরিফ

শহীদ ওমরের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানের শহীদ ওমরের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। জিয়ারত শেষে জোবারুল আরিফ বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের পরও আবারও একটি পাতানো নির্বাচনের আভাস দেখতে পাচ্ছি। এই চট্টগ্রামের বিভিন্ন দিকে অস্ত্রের মহড়া, জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা আমাদেরকে সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, হাসিনার মত ওদের হাতেও অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে, কিন্তু আমাদের আছে জুলাইয়ে জেগে উঠা জনগণের সমর্থন। অস্ত্রের বিপরীতে জনতার ব্যালটেই হবে আমাদের বিজয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগালি দিতে নিষেধ করায় কাঠের বাটাম দিয়ে মাথার পেছনে আঘাত!
পরবর্তী নিবন্ধনির্বাচনে কাউকে ভালোবাসা না দিয়ে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে