রবীন্দ্রনাথ বাঙালি মননে ও সত্তায় ওতপ্রোতভাবে মিশে আছেন। আমাদের অস্তিত্বের সর্বত্রই রয়েছেন তিনি। ২৫শে বৈশাখ দিনটি তাই বাঙালি জীবনে এক স্মরণীয় দিন।
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম অনলাইনে রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজন করে। ‘হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মতিথি উপলক্ষে বোধনের শিশুশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় বোধনের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল হতে একযোগে সমপ্রচারিত হয়। এতে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে কবিতা ও গল্পের একক, দ্বৈত, ত্রয়ী আবৃত্তি পরিবেশনায় অংশ নেয় বোধনের শিশুশিল্পী ঐশাণী শুভা দাশ, শাম্ভবী শুভা দাশ, লাবণ্য দেব শ্রেয়া, শামরীন আহমেদ, মাশতুরা মেহরীন স্নেহা, আনমোল চৌধুরী রং, দুর্দানা মারজান, আরিসা আফসান, অদ্রিতা বড়ুয়া, অনোমা অন্তিকা বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, সৌম্য সরকার, অন্বেষা বণিক, ছোঁয়া ভৌমিক, বিদ্যাশ্রেয়া তলাপাত্র, নীল মজুমদার, ঝিল মজুমদার, আনুস্মিতা দাশ, অভ্যর্থনা দাশ, ঐশ্বরিয়া দে, তাথৈ বড়ুয়া, সৃজিতা রায়, অঙ্কিতা চৌধুরী, শুভশ্রী মেধা, তাজওয়ার হাসনাত এলমান ও প্রনিধি মজুমদার।
মহড়া পরিচালনা করেন তৈয়বা জহির আরশি, হোসনে আরা তারিন, অসীম দাশ, রীমা দাশ, যশস্বী বণিক, ইতু সাহা, এ্যানি গুহ, ঋতুপর্ণা চৌধুরী, প্রজ্ঞা পারমিতা, মৃত্তিকা চক্রবর্তী ও পৃথুলা চৌধুরী। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী অসীম দাশ ও হোসনে আরা তারিন। সমন্বয় ও অনলাইন সম্পাদনা করেন সন্দীপন সেন একা। প্রেস বিজ্ঞপ্তি।