আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন

আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাইআগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত। প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার ঢাকায় তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। খবর বাসসের।

প্রধান উপদেষ্টা এ সময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে : মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধস্বৈরাচারমুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা : তারেক রহমান