আমরা সকলেই অসাম্প্রদায়িক চেতনার মানুষ

দক্ষিণ রাউজান পূজা পরিষদের অনুষ্ঠানে ফারাজ করিম

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৪১ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী বলেছেন, রাউজানের জাতি ধর্মের মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সকলেই অসম্প্রদায়িক চেতনায় মানুষ। প্রতিটি মানুষ যার যার ধর্ম পালন করে সমান সুবিধা ভোগ করে। তিনি গত শুক্রবার নোয়াপাড়া পথের হাটে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগ দিয়ে পূজার্থীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। সরকারের দেয়া নির্দেশনা অনুসারে শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে করার পরামর্শ দেন। পরিষদের সভাপতি প্রকাশ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠান থেকে পূজার্থীদের মাঝে সরকারের দেয়া উৎসব উপহারের টাকা প্রদান করেন প্রধান অতিথি। পূজার্থীরা প্রধান অতিথিকে উপহার প্রদান করেন গাছের চারা। উপহার দেয়া চারা প্রধান অতিথি মণ্ডপ সমূহে লাগানোর জন্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সিনিয়র সহ-সম্পাদক দিবাকর ঘোষ, ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ইরফান আহমদ চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, আব্বাস উদ্দিন আহমেদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী,কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন, যুবলীগ নেতা মফজল হোসেন, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সালাউদ্দিন, পূজা পরিষদের সুজিত দাশ মিন্টু, স্বপন চৌধুরী, চন্দন কুমার বিশ্বাস, তপন চক্রবর্তী, প্রমুখ। এর আগে ফজলে করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান অতিথি ফারাজ করিম চৌধুরী পশ্চিম গুজরা ইউনিয়নে এ আর কনভেনশন হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের দেয়া ২০২০ সালের এসএসএসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ নানা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যাও দরকার
পরবর্তী নিবন্ধসেগাফ্রেডোর খাবার মিলবে অ্যাপসে