আমরা সংগ্রাম আরও বেগবান করব : ফখরুল

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা রাজপথের সংগ্রামকে আবার বেগবান করবেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, “অনেকে ভাবতে পারে বিএনপির আন্দোলনে নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেছে। কিন্তু কখনো মানুষের গণতান্ত্রিক আন্দোলন শেষ হয় না। বরং প্রতিটি আন্দোলনের পরে আরও শক্তিশালী হয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন।” খবর বিডিনিউজের।

বিএনপি তিন দফা আন্দোলনে গিয়ে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন প্রতিহত, এক বছর পর সরকার পতন আন্দোলন এবং এবার দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিহত করতে পারেনি তারা। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর ক্ষমতা আবার সংহত করেছে আওয়ামী লীগ। আর টানা কর্মসূচি পালন শেষে বিএনপি রাজপথে সক্রিয় নয়। মির্জা ফখরুল বলেন, “আমাদের মনে রাখতে হবে প্রতিটি ইটের ওপর ইট বিছিয়ে যেমন একটি স্তম্ভ গড়ে উঠে, সেভাবে আমরা অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে এই ‘ফ্যাসিবাদকে’ পরাজিত করতে সক্ষম হব। “আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি যে, আন্দোলন, আন্দোলন, আন্দোলনের মাধ্যমেই্‌ এই ‘ফ্যাসিবাদী’ সরকারের পরাজয় নিয়ে আসব।” এজন্য বিরোধী রাজনৈতিক দলসহ দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বানও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচবি এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকবিয়াল রমেশ শীলের মৃত্যুবার্ষিকী আজ