আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশী- মীর হেলাল

পূজামণ্ডপের শৃঙ্খলা সভা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশী।

দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোন ভয়ভীতি ছাড়া আনন্দ উদযাপন করে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালের দিকে হাটহাজারী উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপে শৃঙ্খলায় নিয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামীলীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা,আলহাজ্ব জাকির হোসেন, অহিদুল আলম অহিদ, এম এ শুক্কুর, আবদুল মান্নান দৌলত, সাহেদুল আজম সাহেদ,  আকবর আলী, মনিরুল আলম জনী, তকিবুল হাসান চৌধুরী তকি, নুরুল কবির তালুকদার, গাজী আবদুল মুবিন, সালাহউদ্দিন খালেক, নুরুল আমীন, কামাল চৌধুরী, মোহাম্মদ জসিম, আমীন সওদাগর, হারুনুর রশিদ , মোহাম্মদ হারুন, সোহেল সিদ্দিকী, আবু হানিফ, এমদাদ মির্জা, হেলাল উদ্দীন, ইলিয়াস মেহেদী, আরফিন সাইফুল, রেজাউল করিম চৌধুরী রকি, সাহেদ খান, রুবেল হোসেন, মোহাম্মদ কামাল,পারভীন জাহান, হাসান, আব্দুল, ইয়াছিন, নাজিম উদ্দীন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে চোলাইমদসহ আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধডিউটি অফিসারকে ওসি পরিচয়ে ফোন, বিকাশে হাতানো হলো ৪৪ হাজার টাকা