আমরা ঊনিশে জয়ধ্বনি

শুনি ছন্দানন্দের সংগীতানুষ্ঠান

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা ঊনিশে জয়ধ্বনি শুনি’ শীর্ষক সংগীত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক নন্দ দুলাল গোস্বামীর সভাপতিত্বে ও সংগীতশিল্পী পুষ্পিতা বৈদ্যর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গল্পকার আহমেদ মনসুর ও কবি রঞ্জন বণিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক দেবমিতা নন্দী।

সংগীতশিল্পী ভূমিকা ও লাবনীর সঞ্চালনায় সংগীত আয়োজনে গান ও খেয়াল পরিবেশন করেন অদ্রিজা, অনুষ্কা, হৃদি, অধরা, সৃষ্টি, মিথিলা, ঋদ্ধিকা, নির্ময়, অবন্তিকা, মৃন্ময়, রাজর্ষি, তৃষ্ণা, নবরূপা, রাজ, স্নেহা, পূজা, ইন্দ্ররাজ, সায়নী, আদ্রিতা, মৈত্রী, বিজয়, ঋতু, শ্রেষ্ঠা, রিচি, তুর্য, মালিহা, দেবনিলা, কৌশিক, সুদীপা, জিসান, বন্যা, মৌহিতা, আরাধ্য, ঐন্দ্রিলা, অংকিতা, জয়িতা, অর্পিতা, নিধি, নবনীতা, ইরা, পুষ্পিতা, প্রিয়ন্তি, রিতী, রাইসা, ওষ্মী, স্বস্তিকা, নিশি, দেবশ্রী, রিংকি, ভূমিকা, প্রিয়ংকা, পুষ্পিতা, উপমা, প্রজ্ঞা লাবনী, ইপা ও দেবমিতা। যন্ত্রসংগীতে সংগত করেন তবলায় নবীন বড়ুয়া ও অর্পন দাস; হারমোনিয়ামে উপমা বড়ুয়া। কীবোর্ডে দেবমিতা নন্দী। অক্টোপেডে অভিষেক দাস ও বেইস গিটারে সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধচবিতে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা কাল