নগরীর প্রাণকেন্দ্র আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্নে শেখ রাসেল পার্কে বোধন আয়োজন করছে বসন্ত উৎসবের। আগামীকাল রবিবার ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে উৎসবের আনুষঙ্গিকতা শুরু হবে সকাল আটটায়। দিনব্যাপী উৎসব আনন্দযজ্ঞের অনুষ্ঠানমালায় একক ও বৃন্দ আবৃত্তির পাশাপাশি বাঙালির চিরায়ত এ উৎসব মাতিয়ে রাখতে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের শিল্পীদদের পরিবেশনায় দলীয় সংগীত ও দলীয় নৃত্য। এছাড়া রবীন্দ্র, নজরুল, আধুনিক, ফোক গানের পরিবেশন করবেন সংগীতশিল্পীরা। উৎসবের বিভিন্ন মুহূর্তে কথামালায় বসন্তকে অভিবাদন জানাবেন আমন্ত্রিত অতিথিরা। সকালের অধিবেশন দুপুর বারোটায় শেষ হওয়ার পর বিকাল তিনটায় থাকছে উৎসব অঙ্গন থেকে বর্ণিল সাজে বসন্তবরণ শোভাযাত্রা। প্রাণের এ আয়োজন বসন্তের আগমনী বার্তায় ছন্দময় আবহ ছড়িয়ে দিবে ঢাক ঢোলকের মুন্সিয়ানা পর্ব। রাত আটটা পর্যন্ত বসন্তের হিল্লোল আমেজের রঙিন সূিচ মুখর করে তুলতে অনুরোধ জানিয়েছেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। প্রেস বিজ্ঞপ্তি।