দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনার অনুরোধ জানিয়েছেন চসিক সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, হঠাৎ করেই পণ্য পরিবহনে ধর্মঘটের ফলে অচলাবস্থা শুরু হয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। এতে করে উদ্বেগ সৃষ্টি হয় আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, অফডক ডিপোসহ বন্দর ব্যবহারকারীদের মাঝে। পৃথিবীর কোন দেশে ধর্মঘটের নজির না থাকলেও বাংলাদেশে হরহামেশাই ধর্মঘট করে দাবি আদায় করা হয়। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে দুইদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করায় পরিবহন সংশ্লিষ্ট মালিক শ্রমিকসহ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সুজন। তিনি আরো বলেন, ধর্মঘট আহ্বানকারীদের কোন যৌক্তিক দাবি থাকতে পারে তবে তার সমাধান হতে হবে অবশ্যই আলোচনার মাধ্যমে। তিনি বলেন করোনাকালীন অনেক অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় দেশ অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।এছাড়া নানামুখী পদক্ষেপের ফলে করোনাকালীনও সময়ে দেশের আমদানি-রপ্তানি সচল রেখেছে সরকার। যার ফলে বৈশ্বিক মন্দা আমাদের দেশকে গ্রাস করতে পারেনি। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে যে কোন বিষয় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য পরিবহণ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।