নগরীর রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন আমতল এলাকায় একটি ভবনে আগুন লেগেছে, যেখানে কয়েকটি তলা মিলে একটি প্রতিষ্ঠানের পাঞ্জাবি বিক্রয়কেন্দ্র আছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে হোটেল সাফিনার পাশের ভবনের পাঁচ তলায় আগুন লাগে। রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের ঘটনা নেই।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, বিভিন্ন স্টেশনের সাতটি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই ভবনের কয়েক তলা মিলিয়ে ‘রাজস্থান’ নামে পাঞ্জাবি বিক্রয়কেন্দ্র রয়েছে। আগুন লাগা তলাটি প্রতিষ্ঠানটির গোডাউন হিসেবে ব্যবহার হতো। পাশ্ববর্তী মার্কেটের দোকানদারদের তাদের দোকানের জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আগুন লাগার পর রেয়াজুদ্দিন বাজার আমতল এবং এর আশেপাশের এলাকায় যানজট লেগে যায়।











