বিকালে নগরীর বায়েজিদ থানাধীন তুফানি রোডের বকশিবাজার এলাকায় গত মঙ্গলবার ৫ বন্ধু মিলে আম খাচ্ছিল। এরমধ্যে স্থানীয় যুবক তানভিরসহ (২২) তার চার বন্ধু ছিল। আম খাওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আম খাওয়ার ছুরি দিয়ে তানভিরকে হত্যা করে তার বন্ধুরা। এরপর তাকে পানিতে চুবায় তারা। এরপর তারাই তানভিরকে হাসপাতালে নিয়ে যায়।
এর পরপরই তারা পালিয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত চারজন আসামি গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টা থেকে গতকাল বুধবার রাত আটটা পর্যন্ত বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকাসহ পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, গোবিন্দ নাথ, সুনীল দাশ, বিশু পাল ও মো. জনি। আসামিদের দেখানো ও শনাক্তমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভুক্তভোগীর রক্তমাখা জুতা উদ্ধার করে জব্দ করা হয়। আসামিদেরকে বায়েজিদ বোস্তমী থানার হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খান আজাদীকে বলেন, তানভিরের সাথে তার বন্ধু গোবিন্দের আগে থেকে কিছুটা দ্বন্দ্ব ছিল। বছর খানেক আগে তানভির গোবিন্দকে মেরেছিল। সেই ক্ষোভ সে জমিয়ে রাখে। এরপর তারা একসাথে আম খাচ্ছিল সেখানেই তাকে ছুরি দিয়ে হত্যা করে। আসামিদের আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।