৮ থেকে ১০ বছর বয়সী এক শিশু। তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়েছে। এমন একটি ভিডিও গতকাল বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
ভিডিওতে বাবাকে উদ্দেশ্য করে শিশুটিকে আঞ্চলিক ভাষায় বলতে শোনা গেছে, আব্বু আমাকে গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তাড়াতাড়ি টাকা যোগাড় করো… টাকা দাও! অনেকেরই মন্তব্য, শিশুটির এই বক্তব্যে তাকে অপহরণের ইঙ্গিত রয়েছে। তারা এ ঘটনাকে অমানবিক হিসাবেও বর্ণনা করেছেন।
নেটিজেনরা এই শিশুর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই এটি টেকনাফের ঘটনা বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি টেকনাফ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বেশ কিছু অপহরণের ঘটনা ঘটে। তবে রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘটনাটি আসলে কি এবং কোথাকার– তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
স্থানীয় কিছু সূত্রে বলা হয়, এটি টেকনাফের হ্নীলা বা তার আশেপাশের এলাকার অপহরণের ঘটনা। শিশুটিকে অপহরণ করে মাটিতে পুঁতে ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে পাঠায় অপহরণকারীরা। ভিডিওটি পেয়ে তার পরিবার মুক্তিপণ দিয়ে গতকাল শিশুকে উদ্ধার করেছে। ভয়ে বিষয়টি তারা আইন–শৃঙ্খলা বাহিনীকে জানায়নি।
এই বিষয়ে যোগাযোগ করা হলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন রাত সোয়া ১২টার দিকে এই প্রতিবেদককে বলেন, ‘আমরাও ভিডিওটি দেখেছি। কিন্তু ক্লু পায়নি। অনেকে এটি টেকনাফের ঘটনা বলছে। তবে কেউ অভিযোগ জানায়নি।’ এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ওসি।