রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর পিতা ইসলামপুর পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির বাসিন্দা সমাজসেবক আব্দুল মান্নান চৌধুরী গত বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন সন্ধ্যা ৭টায় ইসলামপুর পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।












