আবৃত্তি গান কথামালায় বোধনের ৩৮ বছর পূর্তি অনুষ্ঠান

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদের ৩৮ বছর পূর্তি উপলক্ষে গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। কথামালা, আবৃত্তি, কবিতা পাঠ, সংগীত দিয়ে সাজানো হয় এই আয়োজন। বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কবি আবুল মোমেন, নাট্যকার শিশির দত্ত, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, নাট্যকার সনজীব বড়ুয়া, বোধনের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস ভুলু, নাট্যজন মুনির হেলাল, কবি আশিষ সেন, আবৃত্তি ও অভিনয় শিল্পী শুভ্রা বিশ্বাস, শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, খেলাঘরের প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন, অধ্যক্ষ জনার্ধন বণিক, লায়ন জাহাঙ্গীর মিয়া, বোধনের সাবেক সভাপতি সুজিত রায়, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, শিল্পী সঞ্জীব দত্ত, শিল্পী কানাই মজুমদার, সংগঠক নান্টু বড়ুয়া, গল্পকার শিপ্রা দাশ, শিল্পী ডা. দীপঙ্কর দাশ, নাট্যজন দীপঙ্কর দস্তিদার, নাট্যজন মোহাম্মদ আলী টিটো, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, মার্গারেট মনিকা জিন্স, সুমন টিংকু, সংগীতা দাস, আলোকচিত্রী শিল্পী কমল দাশ, বনকুসুম বড়ুয়া, লাভলী আকতার নিশাথ, শ্রাবণী দাশ, এস এম এরফান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, বোধনের সহসভাপতি শিমুল নন্দী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেনকবি শিমলা চৌধুরী ও কবি মহিনী সংগীতা সিংহ। সংগীত পরিবেশন করেন মিতালী রায়, দীপা দাশ এবং যন্ত্রানুষঙ্গে ছিলেন ঝিল মজুমদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসূর্যগিরি আশ্রম শাখার ‘ভক্তি’
পরবর্তী নিবন্ধবিলীন হওয়ার শঙ্কায় চলাচলের রাস্তা