আবৃত্তি, গণ সঙ্গীত ও পথ নাটক প্রদর্শনী

নরেন আবৃত্তি একাডেমি

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

নরেন আবৃত্তি একাডেমির উদ্যোগে স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৃথা পারমিতার সঞ্চালনায় স্বাধীনতার বৃন্দ আবৃত্তি, গণসঙ্গীত ও পথ নাটক প্রদর্শনী গত ৩০ মার্চ বুধবার দিনব্যাপী নন্দন কানন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আবৃত্তিকার সুচরিত দাশ খোকন, মুসলিম হাই স্কুলের সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, রাশেদ হাসান, মাহবুবুর রহমান মাহফুজ, সেলিম রেজা সাগর, মিজানুর রহমান সজীব, সৈয়দ হোসেন,জাহিদ হোসেন রনি, আকমান রাসুল মিলু। একক আবৃত্তি পরিবেশন করেন নিলয় চৌধুরী, ফায়জান মোল্লা, উদাইসা, সুহাইলা আফরোজ, ওমর ফারুক, পার্থ সেন, মারিয়া খানম, আনিকা ফেরদৌস, নওফাহ সালসাবিল, গোলাম রাসুল আশিক, দীপান্বিত চৌধুরী, তাইজুল ইসলাম, জলিল উল্লাহ, ফারুক আজম, মুনমুন বড়ুয়া, প্রিয়ম কৃষ্ণ দে, মামুরা মমতাজ দীপা,তৃষিতা চৌধুরী, মৌসুমী চক্রবর্ত্তী, রুপা সেনগুপ্তা, আফসানা ফাইরুজ, প্রতিমা দাশ, চৈতী কুন্ডু। এছাড়া একাডেমির উপদেষ্টা আজিজুর রহমান আজিজ কে স্মারক সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়ি সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় ধৃত ১
পরবর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ডকে ৩০ ভ্যান গাড়ি উপহার দিল ইস্পাহানি লিমিটেড