রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–সভাপতি আবুল কাসেম মুন্না গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। গতকাল বুধবার জানাযা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুম আবুল কাসেম মুন্না রাউজানের উরকিরচর গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র। মুন্নার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও তাঁর পুত্র সামির কাদের চৌধুরী, সাবেক পিপি এনামুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, নুরুল হুদা, ফিরোজ আহমেদ, মোজাম্মেল হক, সাবের সুলতান কাজল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, ইউসুফ তালুকদার, যুবদলের ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, জানে আলম, তসলিম উদ্দিন ইমন, ছোটন আজম প্রমুখ।