ঢাকা পদাতিকের ৪৪ বর্ষপূর্তিতে আবুল কাসেম দুলাল স্মৃতি পদক দেওয়া হচ্ছে গণায়ন নাট্য সম্প্রদায়ের দলপ্রধান, লেখক, নির্দেশক, নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরীকে। আগামী ১০ মার্চ সন্ধ্যা ৬টায় ঢাকা শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে পদক প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











