আবুরখীলে সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল আজ

| শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা আজ শুক্রবার স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিকেল ২.৩০টায় প্রথম সেমিফাইনালে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠীতথাগত সংসদ ও দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি এবং বিকেল ৩.৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে নন্দনকানন মৈত্রী সংঘ ও বড়িয়াখালী তরুণ সংঘ মুখোমুখি হবে।

এক বিবৃতিতে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু আজকের ২টি খেলার সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী ৪টি দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৩ জুন শুরু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন